কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ক্যারিয়ার ক্লাবের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২১ জুন) পরীক্ষা ভবন ক্লাবের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠান ও ওরিয়েন্টেশন ক্লাসে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মৃনাল কান্তি গোস্বামী। সভাপতিত্ব করেন শিক্ষক পরিষদ সম্পাদক ও ক্যারিয়ার ক্লাবের প্রধান মডারেটর মোহাম্মদ মঈন উদ্দিন।
ক্যারিয়ার ক্লাবের প্রধান মডারেটর মোহাম্মদ মঈন উদ্দিন জানান, বাংলা, ইংরেজি, গণিত, মানসিক দক্ষতা, সাধারণ জ্ঞান, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ে ছয় মাসে মোট ৬৬ টি ক্লাস হবে। একই সাথে ৬৩টি ক্লাস টেস্ট ও তিনটি পূর্ণাঙ্গ মডেল টেস্ট গ্রহণ করা হবে।
বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মৃনাল কান্তি গোস্বামী বলেন, শিক্ষার্থীদের বিসিএস, ব্যাংক ও অন্যান্য প্রতিযোগিতা মূলক পরীক্ষার প্রস্তুতির জন্য ক্যারিয়ার ক্লাব।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. আবু জাফর খান বলেন, আমি স্বপ্ন দেখি ভিক্টোরিয়ার শিক্ষার্থীরা
সকল প্রতিযোগীতায় এগিয়ে থাকবে। কোন কোচিং নয়, আমাদের ছেলে-মেয়েরা আমাদের মেধাবী শিক্ষকদের থেকে জানবে শিখবে। তারা কর্মজীবনে স্বপ্নের ক্যারিয়ার তৈরি করবে।
এফআর/অননিউজ