কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ সাংবাদিক সমিতি (কুভিকসাস)'র নতুন কমিটির সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান।
বুধবার দুপুরে কলেজের প্রশাসনিক ভবনের নিচতলায় কুভিকসাস কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ হয়। ওই সময় অধ্যক্ষকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কুভিকসাস সদস্যরা। এর আগে সমিতির প্রকাশিত ২০২৪'র নতুন দিন পঞ্জিকার মোড়ক উন্মোচন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ মঈন উদ্দিন, কুভিকসাস'র উপদেষ্টা মুহাম্মাদ চাঁন মিয়া, কুভিকসাস প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন রাজু, নতুন কমিটির সভাপতি আবু সুফিয়ান রাসেল, সাধারণ সম্পাদক মো. সাফায়েত উল্লাহ মিয়াজী,
অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- কুভিকসাস নতুন কমিটির সহ-সভাপতি সাইফুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক পুতুল আক্তার রলি, সহ-সাংগঠনিক সম্পাদক সজিব মাহমুদ, দফতর সম্পাদক মাকছুদুর রহমান, সদস্য হাসিবুল ইসলাম সজিব, সাইমুম ইসলাম অপি, তাহমিনা আক্তার তুলিসহ আল আমিন কিবরিয়া।
সাক্ষাৎকালে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান কুভিকসাস-এর নতুন কমিটির সকলকে স্বাগত জানিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে যেকোনো সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
এফআর/অননিউজ