জেলায় ২ লাখ ৭৫ হাজার ৮৫০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে এ উপলক্ষে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৩ মার্চ সকালে জেলা ইপিআই ভবনের সম্মেলন কক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়। জানানো হয় (১৫) ই মার্চ ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলবে ছয় উপজেলা দুই পৌরসভায়। ছয় মাস থেকে ১১ মাস বয়সী ৩১ হাজার ৪০৯ জন শিশু কে নীল রংয়ের, এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ৩ হাজার ১৮০ জন স্বেচ্ছাসেবক ও প্রথম সারির সুপারভাইজার ১৯১ জন ভিটামিন এ ক্যাপসুল শিশুদের খাওয়াবেন। এছাড়া সিভিল সার্জন এর পক্ষ থেকে মনিটরিং টিম সবসময় পর্যবেক্ষণ করবে। সিভিল সার্জন ডাক্তার মোঃ আব্দুর রাজ্জাক এ সভাপতিত্বে কর্মশালার মূল বক্তব্য উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডা: আতিকুর রহমান শেখ। সারভিলেন্স এন্ড ইমুনিজেশন মেডিকেল অফিসার ডা:মো: মিজানুর রহমান। স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুল কাদের।