ভেজাল মবিল তৈরির সরঞ্জামসহ ব্যবসায়ী আটক

লক্ষ্মীপুর শহরের মধ্য বাঞ্চানগর এলাকায় মোটরসাইকেলের নকল মবিলসহ এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (২২ মে) লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) জহিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার (২১ মে) রাত ১০টায় ওই এলাকায় একটি ভাড়াবাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম আব্দুর রহমান রনি।

স্থানীয় জানান, রনি গত একবছর ধরে নকল মবিল বিক্রি করেন। মবিলের পুরনো বোতল তিনি ৩০ টাকা করে কিনে আনেন। পরে এই নকল মবিল ৩৫০ টাকায় বিক্রি করতেন। পরিদর্শক (ইনচার্জ) জহিরুল আলম জানান, রোববার রাতে রনিকে আটক করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ নকল মবিল জব্দ করা হয়। পরিমাণ নির্দিষ্ট করা সম্ভব হয়নি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ