কুষ্টিয়ার ভেড়ামারায় গত প্রায় ২মাস ধরে ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও ১৭দিন ধরে ভেড়ামারাথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদ শূন্য রয়েছে। এই দুইটি পদ শূন্য থাকায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। আইনশৃঙ্খলা রক্ষায় দেখা দিয়েছে স্থবিরতা। চুরি-অপরাধ বেড়ে যাচ্ছে। সেবা নিতে আসা সাধারণ মানুষ হয়রানি ও বিপাকে পড়ছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভেড়ামারা সার্কেলর অতিরিক্ত পুলিশ সুপার ইয়াছির আরাফাত বদলিজনিত কারণে ১ অক্টোবর ঢাকা দুদকে বদলি হয়ে বিদায় নেন। এই পদে
এখন অতিরিক্ত দায়িত্ব পালন করছেন মিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আজমল হোসেন। গত ২২ সেপ্টেম্বর মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা ভেড়ামারা
থানায় যোগদান করেন। দেড় মাসের মাথায় গত ৫ নভেম্বর তিনি ডিএমপিতে বদলি হয়ে চলে যান। এই দুই কর্মকর্তার বিদায়ের পর কেউই এখন পর্যন্ত এসব পদে
যোগদান করেননি।
এলাকাবাসী জানান, গুরুত্বপূর্ণ দুই কর্মকর্তা নেই। স¤প্রতি সময়ে একটি হত্যাকান্ডসহ আরও দুটি হত্যাকান্ড সংঘটিত হয়। সেই সব এলাকায় এখনো উত্তেজনা রয়েছে। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে দ্রুত গুরুত্বপূর্ণ শূন্য পদে যোগদান জরুরি। অনেকে অভিযোগ করছেন ওসি না থাকায় দায়িত্ব পালনকারী কর্মকর্তা সাধারণমানুষের ফোন রিসিভ করছেন না।
শুধুমাত্র গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছাড়া। সেবা প্রাপ্তিতে ভোগান্তি বাড়ছে ভুক্তভোগীর। ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন মিরপুর সার্কেলের সহকারী
পুলিশ সুপার আজমল হোসেন বলেন, ভেড়ামারা থানা গুরুত্বপূর্ণ জায়গা। আশা করি এসব শূন্য পদের কর্মকর্তারা কয়েক দিনের মধ্যে চলে আসবেন।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com