কুষ্টিয়ার ভেড়ামারায় গভীর নলক‚পের তিনটি ট্রান্সমিটার চুরি হয়েছে। বৃহস্পতিবার উপজেলার দলুয়া গ্রামের মাঠে কৃষকেরা ট্রান্সমিটার দেখতে না পেয়ে নলক‚পের মালিককে জানান।
স্থানীরা জানান, ভেড়ামারা উপজেলার দোলুয়া গ্রামের মাঠ থেকে বিএডিসির আওতায় পরিচালিত সেচ প্রকল্পের গভীর নলক‚পের ১০ কেভি তিনটি ট্রান্সমিটার চুরি হয়। মাঠে গিয়ে কৃষকেরা চুরি হয়েছে দেখে নলক‚পের মালিককে অবহিত করেন। পরে তিনি প্রকল্প কর্মকর্তাদের বিষয়টি জানান।
সেচ পাম্পের মালিক আমিরুল ইসলাম বলেন, চোর চক্র সেচ পাম্পের তিনটি ট্রান্সমিটার চুরি করে। এতে করে মাঠের প্রায় ৪০০ বিঘা জমির চলতি ফসলের সেচ সুবিধা ব্যাহত হবে।
জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান হাসান বলেন, ঘটনাস্থলে গিয়েছিলাম। চুরির বিষয়টি দেখা হচ্ছে এবং চুরি রোধে ব্যবস্থা নেওয়া হবে।
দৌলতপুর বিএডিসি (ক্ষুদ্র সেচ) উপসহকারী প্রকৌশলী মমিনুল ইসলাম বলেন, তিনটি ট্রান্সমিটার চুরি হয়েছে। মাঠে সেচ প্রকল্পে আরও ট্রান্সমিটার রয়েছে, সেগুলো রক্ষা ও চোর চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আগামী রোববার ভেড়ামারা ও দৌলতপুর থানার ওসির সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হবে।