কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সোমবার কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা চত্বরে তিন দিনব্যাপী কৃষি মেলা ২০২৩ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ। বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক ও কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন, জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, প্যানেল মেয়র নাইমুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইন্দোনিশিয়া সিটু, আ: সামাদ চেয়ারম্যান, রওশনারা সিদ্দিক, ভেড়ামারা উপজেলা কৃষি অফিসার শায়খুল ইসলাম প্রমুখ।
শান্ত/অননিউজ