কুষ্টিয়া প্রতিনিধি।।
কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে গোসল করতে নেমে আন্না খাতুন (১৩) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
সোমবার উপজেলার চর গোলাপনগর ভাঙা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আন্না খাতুন দামুদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জহির।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, ভেড়ামারা উপজেলার চর গোলাপনগর ভাঙা পাড়া গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে আন্না খাতুনসহ তিনজন বাড়ির পাশে পদ্মা নদীতে গোসল করতে যায়। নদীতে নামার পর হঠাৎ সে পানিতে তলিয়ে যায়।
এ সময় তার সঙ্গে থাকা ফাতেমা খাতুন (১১) এগিয়ে গেলে সেও ডুবে যেতে থাকে। এ সময় তাদের সঙ্গে থাকা ইতি খাতুন (৮) স্থানীয়দের ডাকাডাকি শুরু করেন। পরে স্থানীয়রা নদীতে নেমে তাদের উদ্ধার করেন। পরবর্তীতে চিকিৎসক আন্না খাতুনকে মৃত ঘোষণা করেন।
এফআর/অননিউজ