কুষ্টিয়ার ভেড়ামারা ও আল্লারদর্গায় ৪৪ লাখ ৩৩ হাজার ২৮০ টাকার নকল ব্যান্ডরোল ও বিড়িসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা। মঙ্গলবার বিকালে বিষয়টি নিশ্চিত করে সিআইডির উপ-পরিদর্শক (এসআই) মাসুদ পারভেজ।
গ্রেপ্তারকৃতরা হলেন, কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার আবু ছামাদের ছেলে রিপন আলী (৫৫), একই উপজেলার বাহাদুরপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে ওসমান আলী বাবলু (৫৭), উত্তর ভবানীপুর গ্রামের সাহাবুল আলীর ছেলে নয়ন আলী (২৮), আল্লারদর্গা গ্রামের মাস্টারপাড়ার মৃত মোজাহার মÐলের ছেলে আলাউদ্দিন (৫২)।
সিআইডির উপ-পরিদর্শক (এসআই) মাসুদ পারভেজ বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তাদের জড়িত থাকার প্রমাণ মেলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা বিভিন্ন স্থানে নকল ব্যান্ডরোল ও বিড়ি সরবরাহ করত। এই চক্রটি সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল।