কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ৬০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে বিনামূল্যে প্রাথমিক শিক্ষা অফিসের মাধ্যমে রোববার দুপুর ১২টার সময় বঙ্গবন্ধু কীর্তিতে অবিনশ্বর কাব্যগ্রন্থটি প্রদান করেন। বঙ্গবন্ধু কীর্তিতে অবিনশ্বর কাব্যগ্রন্থটি বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভেড়ামারা প্রেসক্লাব’র সভাপতি ও চেতনায় কুষ্টিয়া পত্রিকার সম্পাদক ও প্রকাশক প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল। বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা শিক্ষা অফিসার শহীদুল ইসলাম, উপজেলা সহকারি শিক্ষা অফিসার ইয়াসমিন খাতুন প্রমুখ।
শুধুই বঙ্গবন্ধু কে নিয়ে কবিতার বই "বঙ্গবন্ধু কীর্তিতে অবিনশ্বর" কাব্যগ্রন্থটি কুষ্টিয়ার ভেড়ামারা প্রেসক্লাব'র সভাপতি ও চেতনায় কুষ্টিয়া পত্রিকার সম্পাদক ও প্রকাশক প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল সম্পাদনা করেছেন।