ভেড়ামারার হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ২জন আটক \ উভয়কে ১ মাসের কারাদন্ড
ভেড়ামারা প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় পদ্মা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগে ২জনকে আটক করেছে। আটককৃত উভয়কে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
জানা যায়, মঙ্গলবার ও সোমবার ২দিন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইনসহ থানা পুলিশ ও আনসার সদস্যরা হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান পরিচালনা করেন। হার্ডিঞ্জ ব্রিজ নিচে পদ্মা নদীতে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন দিয়ে নৌকাতে বালু উত্তোলন করেন। তাদের কে ধাওয়া করলে ড্রেজার মেশিন ও নৌকা থেকে পদ্মা নদীতে লাফ দেয়। এ সময় ঘটনাস্থল থেকে ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬দাগ এলাকার নুর প্রামানিকের ছেলে কামাল প্রামানিক (৫০) ও, কুষ্টিয়ার খাজানগর এলাকার আজাদ হোসেনের ছেলে হাফিজুর রহমান (২৫) কে আটত করে। আটককৃত কামাল প্রামানিক ও হাফিজুর রহমান কে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ (খ) ধারা অপরাধে একই আইনের ১৫ (১) মোতাবেক ২ জনকে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কোনো প্রকার অনুমতি ছাড়াই হার্ডিঞ্জ ব্রিজ এলাকার পদ্মা নদী থেকে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র। এতে নদীর প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি আশপাশের জমি ও পরিবেশের ক্ষতি হচ্ছিল। কৃষকমহল ও এলাকাবাসী উপজেলা প্রশাসনের এমন পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন এবং নিয়মিত নজরদারি চালানোর দাবি জানান।
ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম বলেন, হার্ডিঞ্জ ব্রিজ এলাকাে পদ্মা নদী থেকে বালু উত্তোলন সম্পূর্ণ বেআইনি। আমরা নিয়মিত তদারকি করছি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ২ জনকে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়।
jn