কুষ্টিয়ার ভেড়ামারা অগ্নিবীণা শিক্ষা উদ্যান’র ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার দিনব্যাপী রেষ্ট হাউজ এলাকার জি কে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
অগ্নিবীণা শিক্ষা উদ্যান এর নির্বাহী পরিচালক তাজকিয়ারুল’র সভাপতিত্বে এবং নির্বাহী পরিচালক ও ভেড়ামারা আদর্শ কলেজের প্রভাষক আলমগীর হোসেন’র সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব মাহবুব-আলম বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা সরকারি কলেজের সহকারী অধ্যাপক আইয়ুব আলী, সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান শামীম, ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েল, আবুল কাশেম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ লায়ন ডাঃ কামরুল ইসলাম মনা, ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়’র প্রতিষ্ঠাতা সম্পাদক শাহ্ জামাল, অগ্নিবীণা শিক্ষা উদ্যান’র উপদেষ্টা ইঞ্জিনিয়ার বাবুল আক্তার, ভেড়ামারা সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষক জামিরুল ইসলাম মিলন প্রমূখ। অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এফআর/অননিউজ