ভেড়ামারা আদর্শ কলেজের কম্পিউটার শিক্ষকের সনদ জাল প্রমাণিত প্রভাষক সামছুজ্জোহা রঞ্জু’র এমপিও স্টপ পেমেন্ট করেছে শিক্ষা অধিদপ্তর
ভেড়ামারা প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারা আদর্শ ডিগ্রি কলেজের প্রভাষক (কম্পিউটার) সামছুজ্জোহা রঞ্জু কম্পিউটারের সনদ জাল প্রমাণিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর তদন্ত করে প্রমাণিত হওয়ায় আদর্শ ডিগ্রি কলেজের প্রভাষক সামছুজ্জোহা রঞ্জু’র এমপিও স্টপ পেমেন্ট করেছে। এ বিষয়ে কলেজে ও অভিযুক্ত শিক্ষকের কাছে নোটিশ পাঠিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। স্মারক নম্বর- ৩৭.০২.০০০০.০০০.১০৫.২৭.০০১৯.২৪.৮৪০. তারিখ: ২৭ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ একটি নোটিশ ভেড়ামারা আদর্শ ডিগ্রি কলেজে পাঠিয়েছেন।
ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ পরিচালক নওসের আলী সুত্রে জানা গেছে, কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলাধীন ভেড়ামারা আদর্শ ডিগ্রি কলেজের সামছুজ্জোহা রঞ্জু’র প্রভাষক (কম্পিউটার) (ইনডেক্স-৮৩৯৬০৯) কম্পিউটারের সনদ জাল দেখিয়ে নিয়োগ লাভ করে ০১/১০/২০০২ তারিখে এমপিওভুক্ত হয়ে সরকারী অর্থ আত্মসাৎ করায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য একই কলেজের আব্দুল কাউয়ুম, প্রভাষক (ব্যবস্থাপনা) আবেদন করেন।
সামছুজ্জোহা (ইনডেক্স-৮৩৯৬০৯)-কে কম্পিউটারের সনদ জাল দেখিয়ে নিয়োগ লাভ করে ০১/১০/২০০২ তারিখে এমপিওভুক্ত হয়ে সরকারী অর্থ আত্মসাৎ করায় জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১ এর ১৭,৯ এবং ১৮.১(৬) অনুচ্ছেদ মোতাবেক কেন তার বিরুদ্ধে স্টপ পেমেন্ট সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না মর্মে কারণ দর্শানোর পত্র দেয়া হয়। সামছুজ্জোহা জবাব দাখিল করেন। কিন্তু তার জবাব সন্তোষজনক নয় বলে প্রতীয়মান হওয়ায় মাউশি অধিদপ্তর কর্তৃক জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১ এর ১৭.৯ এবং ১৮.১(৩) অনুচ্ছেদ মোতাবেক সামছুজ্জোহা (ইনডেক্স-৮৩৯৬০৯) এর বেতন-ভাতা সাময়িকভাবে স্টপ পেমেন্ট এবং বিস্তারিত উল্লেখপূর্বক পরবর্তী সিদ্ধান্ত কামনা করে শিক্ষা মন্ত্রণালয়ে পত্র প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়। ভেড়ামারা উপজেলাধীন ভেড়ামারা আদর্শ ডিগ্রি কলেজের প্রভাষক (কম্পিউটার) সামছুজ্জোহা (ইনডেক্স-৮৩৯৬০৯) বেতন-ভাতা সাময়িকভাবে স্টপ পেমেন্ট এর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো
ভেড়ামারা আদর্শ ডিগ্রি কলেজের প্রভাষক (কম্পিউটার) সামছুজ্জোহা রঞ্জু বলেন, কম্পিউটারের সনদ সঠিক রয়েছে। বিধি অনুযায়ী এমপিও করেছি।
ভেড়ামারা আদর্শ ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মিজানুর রহমান বলেন, আদর্শ ডিগ্রি কলেজের প্রভাষক (কম্পিউটার) সামছুজ্জোহা রঞ্জু কম্পিউটারের সনদ জাল প্রমাণিত হওয়ার পরও জোরপূর্বক ভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ
চেয়ারে বসে আছে। সামছুজ্জোহা রঞ্জু’র বিরুদ্ধে জরুরি ব্যাবস্থা নেওয়ার দাবী।
ভেড়ামারা আদর্শ ডিগ্রি কলেজের গভর্নিংবডির সভাপতি ফারিয়া আক্তার বলেন, ভেড়ামারা আদর্শ ডিগ্রি কলেজের প্রভাষক (কম্পিউটার) সামছুজ্জোহা রঞ্জু’র কম্পিউটারের সনদ জাল প্রমাণিত হওয়ার ব্যাপারে গভর্নিংবডির মিটিং এ সিদ্ধান্ত নেওয়া হবে।
fi