ভেনেজুয়েলায় ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আনলাইন ডেস্ক।।

ভেনেজুয়েলায় ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূমি থেকে ৯৩ কিলোমিটার গভীরে।

রোববার দেশটিতে শক্তিশালী এ ভূমিকম্প অনুভূত হয়। জার্মান রিসার্স সেন্টার ফর জিওসায়েন্স (জিএফজেড) এ তথ্য জানিয়েছে। খবর আল আরাবিয়া

এদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় রাত ১১টা ৫৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূমি থেকে ৮৭ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পটি আঘাত হানার পর দুলতে থাকা স্থাপনাগুলোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন স্থানীয় বাসিন্দারা।

সূত্রঃ বিডি24লাইভ
একে/অননিউজ24

আরো দেখুনঃ