জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুুল ইসলামের নেতৃত্বে আজ বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে।বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে,
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে হোটেল আমানিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, সিটি ইনকে ৮হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ বীজ ও কীটনাশক বিক্রির অভিযোগে ক্রপ কেয়ার এন্ড সীড সেন্টারকে ১৫হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করায় রেশমা ফার্মেসীকে ৫হাজার টাকাসহ মোট ০৪টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় অধিদপ্তরের প্রশাসনিক এখতিয়ারে ৩৩,০০০(তেত্রিশ হাজার টাকা) জরিমানা আরোপ ও আদায় করা হয়।
দোকানের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন,তদারকিকালে হ্যান্ড মাইকের মাধ্যমে ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ এবং ক্রেতা -বিক্রেতা উভয়কে মাস্ক ব্যবহারের নির্দেশনা দেয়া হয়। অভিযানে সদর দক্ষিণ মডেল থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
আয়েশা আক্তার/অননিউজ24
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com