কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি'র উদ্যোগে বৃহস্পতিবার আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন, ভেড়ামারা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি'র সভাপতি আলম জাকারিয়া টিপু।
বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, উপজেলা নির্বাহী অফিসার দীনেশ সরকার, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াছির আরফাত, প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান প্রমুখ ।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।