কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা অডিটোরিয়ামে বৃহস্পতিবার জাতীয় শিক্ষা সপ্তাহ’২২ এর পুরস্কার বিতরণ ও সাটিফিকেট প্রদান করেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভেড়ামারা উপজেলা নিবার্হী কর্মকর্তা দীনেশ সরকার। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আক্তারুজ্জামান মিঠু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার ফারুক আহম্মেদ, ভেড়ামারা সরকারি কলেজের অধ্যক্ষ খলিল উল্লাহ, ভেড়ামারা সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক আঃ জব্বার, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, আলিম মাদ্রসার অধ্যক্ষ এসকেন্দার আলী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, ভেড়ামারা উপজেলা মাধ্যামিক সহকারি শিক্ষা অফিসার শরিফুল ইসলাম।
জাতীয় শিক্ষা সপ্তাহ’২২ উপলক্ষে সকল বিজয়ীদের মধ্যে ক্রেষ্ট পুরস্কার ও সাটিফিকেট প্রদান করেন।