ভেড়ামারায় ডাঃ একে এম কাওছার হোসেনের কুলখানি অনুষ্ঠিত
জুয়েল,কুষ্টিয়া প্রতিনিধি ।।
কুষ্টিয়ার ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঈীর হোসেন জুয়েলের বড় ভাই, ভেড়ামারা পৌরসভার সাবেক ভাইস চেয়ারম্যান, ভেড়ামারা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, বর্ষীয়ান সাংবাদিক ডাঃ একেএম কাওসার হোসেনের মৃত্যুতে মঙ্গলবার মধ্যবাজার হালিম বিশ্বাস সুপার মার্কেটে মরহুমের বাসভবনের সামনে তাঁর আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন হাফেজ আলহাজ্ব আঃ হামিদ। উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে সাবেক সংসদ সদস্য, জেলা পরিষদের চেয়ারম্যান ও জাতীয় পাটি’র ভারপ্রাপ্ত মহাসচিব আহসান হাবিব লিংকন,ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু ও ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুলসহ সর্বস্তরের জনসাধারন উপস্থিত ছিলেন। সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার ছোট ভাই ও ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল।
সাইফুল ইসলাম সুমন,অননিউজ24।।