কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শনিবার সন্ধ্যায় প্রতিধ্বনি ফাউন্ডেশনের উদ্যোগে ছিন্নমূল মানুষের সাথে ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন।
ছিন্নমূল মানুষের সাথে ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ও ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর গোসেন জুয়েল। উপস্থিত ছিলেন, প্রতিধ্বনি ফাউন্ডেশনের উপদেষ্টা সিয়াম, শাহরিয়ার ও কাব্যসহ প্রতিষ্ঠানের সকল সদস্য বৃন্দরা।
প্রতি বছর প্রতিধ্বনি ফাউন্ডেশন ছিন্নমূল মানুষকে বিভিন্ন রকম সহযোগিতা করে আসছে। তারই ধারবাহিকতায় এবার প্রতিধ্বনি ফাউন্ডেশন ছিন্নমূল মানুষের সাথে ইফতারের আয়োজন করেন।