আজ রোববার কুষ্টিয়ার ভেড়ামারায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’২২ (বালক অনুর্ধ্ব-১৭) এর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন। ভেড়ামারা উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে বাহিরচর ইউনিয়ন পরিষদ সংলগ্ন শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধনী খেলায় যে দুটি দল অংশ গ্রহণ করে ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন একাদশ বনাম ধরমপুর ইউনিয়ন একাদশ। মোট ৭ টি দল অংশ গ্রহন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, উপজেলা নির্বাহী অফিসার দীনেশ সরকার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, সাধারন সম্পাদক আরিফুজ্জামান লিপটন, বাহিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশনারা সিদ্দিকী, ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল হক, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা পবন প্রমুখ।