কুষ্টিয়ার ভেড়ামারা বিজেএম ডিগ্রি কলেজের অধ্যক্ষ আসলাম উদ্দিন-এর অবসরজনিত বিদায় অনুষ্ঠান মঙ্গলবার কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদৌস হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক ও বিজেএম ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব আব্দুল আলীম স্বপন।
বিশেষ অতিথি ছিলেন, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা পবন, কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নূর মোহাম্মদ, বিদায়ী অধ্যক্ষ আসলাম উদ্দীন, বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাউদ্দিন, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল ও সাধারণ সম্পাদক আরিফুজ্জামান লিপটন। কলেজের প্রভাষক সাইফুজ্জামান ফিরোজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিজেএম কলেজের পরিচালনা পর্ষদের সদস্য রুবেল মাহমুদ রতন, মিরপুর মাহমুদা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ফারুক হোসেন ও বিজেএম কলেজের সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম।
সংবর্ধনা অনুষ্ঠানে এলাকার জনপ্রতিনিধি, অভিভাবক, কলেজের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ শিক্ষকমÐলী উপস্থিত ছিলেন।