কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদের মিলনায়তনে সোমবার মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক ইস্যূকৃত স্মার্ট আইডি কার্ড ও সনদ বিতরণ করেন। ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার দীনেশ সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু , উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলম জাকারিয়া টিপু, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল প্রমুখ।
ভেড়ামারা উপজেলায় মোট ২০৮ জন মুক্তিযোদ্ধা ও তার পারিবারিক উত্তরসূরীদের হাতে আনুষ্ঠানিকভাবে এই স্মার্ট আইডি কার্ড ও সনদ পত্র প্রদান করেন ।