কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি হাইস্কুল মাঠে শনিবার বিকালে ভেড়ামারা স্পোর্টস একাডেমি’র উদ্যোগে পেশাদার ফুটবল লীগ অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় সভাপতিত্ব করেন ভেড়ামারা স্পোর্টস একাডেমি সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ ও মুকুল ক্লাবের সভাপতি এ্যাডঃ তানজিলুর রহমান এনাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ও ভেড়ামারা সরকারি কলেজে ক্রীড়া শিক্ষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, ভেড়ামারা স্পোর্টস একাডেমি’র সাধারন সম্পাদক সেলিমুর রহমান নাসু, সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম সিরাজ, বিশিষ্ট ক্রীড়াবিদ আঃ খালেক প্রমুখ। রতন স্পোর্টস ভেড়ামারা-০১ গোলে অগ্রদূত স্পোর্টিং ক্লাব ধরমপুরকে পরাজিত করে।