কুষ্টিয়ার ভেড়ামারা উত্তর রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে সোবহান (৬৫) নামের এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। শনিবার বিকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাগেছে, রেললাইনের ওপর নিহত ব্যক্তি বসে ছিলো।
এসময় খুলনা গামী সুন্দরবন এক্সপ্রেস আসলে ট্রেনের নিচে পড়ে। এতে তার দেহ দ্বিখন্ডীত হয়ে যায়। নিহত সোবহান ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের বাগগাড়ি পাড়ার বাসিন্দা।
আয়েশা আক্তার/অননিউজ24