কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি কলেজ মাঠে মহান বিজয় দিবসের সূবর্ণজয়ন্তী ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা। ভেড়ামারা কলেজ পাড়ার নাভানা স্পোর্টস’র শাকিল খাঁন, হিমেল, মোতাব্বির, আসলাম ও বিশু'র পৃষ্ঠপোষকতায় এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বিভিন্ন ইভেন্টের এই ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীনেশ সরকার।
তাছাড়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক পৌরমেয়র ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, পৌরসভার প্যানেল মেয়র নাইমুল হক, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিক নাজমুল হুদা বাচ্চু খাঁন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক এ্যাড. সাইফুল ইসলাম রানা, হাসান বিন মাহমুদ ঝন্টু, আতাউর রহমান নায়েব, মকলেসুর রহমান, খসরুজ্জামান ফারুক ও রোকনুজ্জামান রুনুসহ স্থানীয় ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক ও বিভিন্ন বয়সী ক্রীড়া প্রতিযোগিরা এসময় উপস্থিত ছিলেন।
আয়েশা আক্তার/অননিউজ24