কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি কলেজ মাঠে বৃহস্পতিবার বিকাল ৫টার সময় নাভানা স্পোর্টিং ক্লাব আয়োজিত অনি স্মৃতি ফুটবল টুনামেন্ট’২২ এর খেলা আনুষ্ঠিকভাবে উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নাভানা স্পোর্টিং ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম মিলন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নিবার্হী কর্মকর্তা দীনেশ সরকার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আতাউর রজমান নায়েব, রোকনুজ্জামান রুনু, আতিকুজ্জামান পিন্টু, সেলিমুর রহমান নাসু, হেলালুর রহমান হেলাল প্রমুখ। উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করেন ক্ষেমিরদিয়ার জাগরণ ক্লাব বনাম স্বরসতী ফুটবল একাদশ।