কুষ্টিয়ার ভেড়ামারা সাথী ফুড পার্কে শুক্রবার দিনব্যাপী ফেবুল্যান্ডে’র ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্যামিলী ডে’২১ অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতা ও লাকী কূপন ড্র অনুষ্ঠিত হয়। লাকী কূপন ড্র তে পুরস্কার পান ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়া পত্রিকার প্রকাশক ও সম্পাদক জাহাঙ্গীর হোসেন জুয়েল ও উপজেলা জানালিষ্ট এসোসিয়শনের সভাপতি মিটু মৃধাসহ ২০জন।
বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন। ফেবুল্যান্ডে’র সভাপতি শফিকুল ইসলাম শফি এর সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেন, সাথী গ্রুপের চেয়ারম্যান আনোয়ার হোসেন, ফেবুল্যান্ডে’র সদস্য সাইফুল ইসলাম জুয়েল, মমিনুল ইসলাম মাসুম, আঃ রহিম প্রমুখ।
আয়েশা আক্তার/অননিউজ24