ভোক্তা অধিদপ্তরের অভিযানে বাধা দিলে সংশ্লিষ্ট বাজার কমিটির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। বুধবার (৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি ভবনে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সফিকুজ্জামান বলেন, দেশের প্রতিটি বাজারে নকল ও ভেজাল কসমেটিকস পণ্যে ভরপুর হয়ে গেছে। এমন কোনো কসমেটিকস নেই যা নকল হচ্ছে না। নকল ও ভেজাল প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, মৌলভীবাজারে ভোক্তা অধিদপ্তর অভিযান পরিচালনা করতে গিয়ে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়েছে, এটা খুবই দুঃখজনক। পরবর্তীতে কোনো অভিযানে ঝামেলা হলে বাজার ব্যবসায়ী কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ভোক্তা মহাপরিচালক বলেন, ঈদ উপলক্ষে কসমেটিকসসহ বিশেষ কিছু পণ্য বেশি বিক্রি হয়। তাই এ সময়ে ব্যবসায়ীরা এসব পণ্যের দাম বাড়িয়ে দেন। অনেক ক্ষেত্রে একই পণ্যের ওপর একাধিক ট্যাগ ব্যবহার করে। ভোক্তা অধিদপ্তরের অভিযান নিয়মিত চলবে জানিয়ে সফিকুজ্জামান বলেন, কোনো ধরনের নকল, ভেজাল বা মূল্যবৃদ্ধি হলে অভিযানের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।
ফরহাদ/অননিউজ
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com