জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহের সহকারি পরিচালকের স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যহার ও দুর্নীতির বিচারের দাবিতে মানববন্ধনসহ সংবাদ সম্মেলন করেছেন ঝিনাইদহের ব্যবসায়ী সমাজ। শনিবার (২৩ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ও জেলা শহরে মানববন্ধন কর্মসুচী পালন করেন ব্যবসায়ীরা ।
ঝিনাইদহ জেলা প্রেসক্লাব অডিটরিয়ামে সংবাদ সম্মেলন করেন জেলার বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ী নেতৃবৃন্দ। ওই কর্মকর্তার অপকর্ম তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন ঝিনাইদহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সহ-সভাপতি নাসিম উদ্দিন । লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়েছে, অনেক ব্যবসাযী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহের সহকারি পরিচালকের সুচন্দন মন্ডলের ব্যক্তি আক্রোশের শিকার হয়ে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পথে বসেছেন। দ্রুততম সময়ে ওই কর্মকর্তার বিচার ও শান্তির দাবি জানান তারা। অন্যথায় আরো বড় ধরনের আন্দোলন কর্মসুচী পালনের ঘোষনা দেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।
এ সময় বক্তব্য রাখেন জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক সুশীল সরকার, বাঘাট মিষ্টান্ন ভান্ডারের মালিক সুব্রত ঘোষ, বেকারি মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবু দাউদসহ অনেকে। মানবন্ধনে জেলার বিভিন্ন উপজেলা থেকে ভুক্তভোগী ব্যবসায়ীরা অংশ গ্রহন করেন।
ব্যবসায়ী নেতৃবৃন্দ অভিযোগ করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহের সহকারি পরিচালক সুচন্দন মন্ডল, দিনের পর দিন ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন। কারো কারো আবার নিজ কার্যালয়ে ডেকে নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের হুমকি দিয়ে থাকেন দুর্নীতিবাজ ওই কর্মকর্তা। ইতোমধ্যে অন্যায় ভাবে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। নেতৃবৃন্দ আরো অভিযোগ করেন অভিযান পরিচালনাকালে নিজেকে ম্যাজিষ্ট্রেট হিসেবে পরিচয় দিয়ে থাকেন ওই কর্মকর্তা। সেসময় গ্রেফতার করার ভয় দেখিয়ে গালমন্দের মাধ্যমে জোর করে জরিমানা আদায় করা হয়। বর্তমানে ওই ব্যক্তির অত্যাচার ও অসম্মানজনক আচরনের কারনে অতিষ্ট হয়ে উঠেছেন জেলার ব্যবসায়ী সমাজ।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।