ভোটার স্থানান্তর কার্যক্রম ফের চালুর নির্দেশ ইসির

আনলাইন ডেস্ক।।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন শুরু হওয়ার পর থেকে সাময়িকভাবে ভোটা স্থানান্তর কার্যক্রম বন্ধ করেছিল নির্বাচন কমিশন(ইসি) এ নির্বাচন শেষ হওয়ার পর আবার ভোটার স্থানান্তর ফের চালু করার নির্দেশ দিয়েছে সংস্থাটি।

বুধবার (১২জুন) সংস্থাটির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী সকল উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নির্দেশনাটি পাঠিয়েছেন।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ষষ্ঠ উপজেলা পরিষদ সধারণ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র চূড়ান্তকরণ ও ভোটার তালিকা চূড়ান্তকরণের জন্য মাঠ পর্যায়ে ভোটার স্থানান্তর কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছিল।
ষষ্ঠ উপজেলা পরিষদ সধারণ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় মাঠ পর্যায়ে পূর্বের ন্যায় যে সকল এলাকায় নির্বাচন চলমান নেই সে সকল এলাকায় ভোটার স্থানান্তর কার্যক্রম চালুকরণের জন্য মাননীয় নির্বাচন কমিশন অনুমোদন প্রদান করেছেন।

বর্ণিতাবস্থায়, মাঠ পর্যায়ে যে সকল এলাকায় নির্বাচন চলমান নেই সে সকল এলাকায় ভোটার স্থানান্তর কার্যক্রম পূর্বের ন্যায় দ্রুততম সময়ে সম্পন্নের জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা যাচ্ছে।

সূত্রঃ বিডি24লাইভ
একে/অননিউজ24

আরো দেখুনঃ