ভোলায় বিদ্যুৎস্পর্শে আওয়ামী লীগ নেতা মহসিন হোসেনের (৪৫) মৃত্যু হয়েছে। তিনি ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। বৃহস্পতিবার (৪ মে) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মহসিন ওই ইউনিয়নের কাবিল মিয়ার ছেলে। এ ছাড়া মহসিন একটি মসলা কারখানার মালিক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, মহসিন বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজ আদায় শেষে বাড়ির পাশে থাকা তার মুরগির খামার দেখতে যান। এ সময় অসাবধানতাবশত খামারে বিদ্যুৎস্পর্শে তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফরহাদ/অননিউজ