দিনাজপুরের হিলিতে ভ্যাপসা গরমের পর গুড়ি গুড়ি বৃষ্টিপাতের কারনে গরম থেকে মুক্তি মিললেও বৃষ্টির কারনে কাজে যেতে না পেরে দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া দিনমজুরসহ সাধারন মানুষ। তেমনি বিভিন্ন গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে বিপাকে পড়েছেন তারা।
বৃহস্পতিবার সকাল থেকেই হিলিতে থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে। আজ সারাদিন এমন বৃষ্টিপাত হবে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।
দিনাজপুরে যাওয়া আসলাম হোসেন বলেন, আজ দিনাজপুর আদালতে আমার তারিখ রয়েছে বাধ্য হয়ে আমাকে দিনাজপুর যেতেই হবে। যার কারনে সকালে বের হয়েছি ভ্যানে করে বাসস্টান্ডে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু বৃষ্টির কারনে জামাকাপড় সব ভিজে গেলো আমার।
পথচারী শরিফুল ইসলাম বলেন, আজ বৃহস্পতিবার হিলির হাট যার কারনে কাচাবাজার করতে হবে কিন্তু সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে যার কারনে বাজারে যাওয়া যাচ্ছেনা। বাধ্যহয়ে বৃষ্টির মধ্যে আসলাম তাতে করে একেবারে গা ভিজে গেলো।
রাজমিস্ত্রি জিয়া উদ্দিন বলেন, সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে যার কারনে কাজে যেতে পারলামনা। তেমনি বৃষ্টিপাতের কারনে কাজো হবেনা এতে করে আমাদের আর্থিকভাবে ক্ষতির মুখে পড়তে হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর দিনাজপুরের ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন,দক্ষিন পশ্চিম মৌসুমি বায়ু অর্থাৎ বর্ষার আগমন ঘটছে যার কারনে সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে। আজ রাত পর্যন্ত এমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এর পর ঠিক হয়ে যাবে। যেহেতু বর্ষা মৌসুম প্রবেশ করলো যার কারনে সামনে আরো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।