ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চার টিকেট কালোবাজারীকে ৩১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রশান্ত কুমার চক্রবর্তী তাদেরকে এই জরিমানা করেন। জরিমানা দেয়া ব্যক্তিরা হলেন, উপজেলার নূরপুর গ্রামের রানা
মিয়া, নারায়নপুর গ্রামের হিরন মিয়া ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শ্যামনগর গ্রামের বাদশা মিয়া ও স্বপন মিয়া।অভিযান চলাকালে রেলওয়ে পুলিশ
বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ৮৫টি আসনযুক্ত টিকেটসহ তাদেরকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রশান্ত কুমার চক্রবর্তী বলেন, ভোক্তা
অধিকার সংরক্ষণ আইনে তাদেরকে জরিমানা করা হয়েছে। তিনি বলেন, টিকেট কালোবাজারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমান আদালতের অভিযান চলাকালে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলীম হোসেন শিকদার উপস্থিত ছিলেন।