গাজীপুরের কালিয়াকৈরে আগুনে পুড়ে গেছে একটি ঝুট গোডাউন ও কলোনির ৪৬টি ঘর। ফায়ার সার্ভিসের ৫ ইউনিটেন সোয়া এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে।
ফায়ার সার্ভিস জানায়, গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় সোমবার দিবাগত রাত ১টা ১৯ মিনিটে একটি ঝুট গোডাউন থেকে এই আগুনের সূত্রপাত ঘটে। পরে তা পার্শ্ববর্তী কলোনিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থল এসে আগুন নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
প্রায় সোয়া এক ঘন্টার চেষ্টায় রাত ২টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিস এ আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। এ সময় আগুনে কলোনির ৪৬টি ঘর ও একটি ঝুট গোডাউনের মালামাল পুড়ে যায়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইনচার্জ ইফতেখার রায়হান জানান, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।
এফআর/অননিউজ