ফিলিস্তিনের মধ্য গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন। উপত্যকাটির মধ্যাঞ্চলে বেশ কয়েকটি আবাসিক বাড়িতে চালানো হামলায় হতাহতের এই ঘটনা ঘটে।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা গাজার সরকারী মিডিয়া অফিসের বরাতে বলছে, গাজা ভূখণ্ডের কেন্দ্রীয় অংশে ইসরায়েলি বাহিনীর 'জঘন্য গণহত্যার' উদ্দেশে করা হামলায় ১০০ জনেরও বেশি আহত হয়েছেন। আর হতাহতদের বেশিরভাগই নারী এবং শিশু।
মিডিয়া অফিস বলেছে, ‘আমরা আমেরিকান প্রশাসন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশাপাশি ইসরায়েলকে, চলমান এই অপরাধের জন্য সম্পূর্ণরূপে দায়ী করি এবং ইসরায়েলি সেনাবাহিনী বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তা অবিলম্বে বন্ধ করার জন্য আমরা বিশ্বের কাছে আহ্বান জানাই।’
এদিকে বেশ কয়েকটি ফিলিস্তিনি নিরাপত্তা সূত্রের বরাতে চীনের গণমাধ্যম সিনহুয়াকে জানিয়েছে, বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ইসরায়েলি বিমান গাজার দেইর এল-বালাহ শহরের বেশ কয়েকটি আবাসিক বাড়িতে কয়েক দফায় হামলা চালায়। এর ফলে এসব বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। আল জাজিরার তারেক আবু আজউম রাফাহ থেকে জানিয়েছেন, ‘এই বাড়িগুলোতে কোনও ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই আক্রমণ করা হয়েছে। হামলায় আহত হওয়া কয়েক ডজন লোকের বেশিরভাগই শিশু।’
এফআর/অননিউজ
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com