মনোনয়ন পেয়ে এলাকায় ফিরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন নড়াইল-২ আসনের গণ অধিকার পরিষদের প্রার্থী লায়ন নূর ইসলাম

নড়াইল প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী লায়ন নূর ইসলাম এলাকায় ফিরে নেতাকর্মীদের ভালবাসায় সিক্ত হয়েছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা ১১টায় তিনি সড়ক পথে মধুমতি সেতু এলাকায় পৌঁছালে নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। প্রার্থী নূর ইসলামও নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় গণমাধ্যমকে নূর ইসলাম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই এলাকার মানুষ দল-মত নির্বিশেষে তাকে জয়লাভ করলে অবহেলিত নড়াইলের উন্নয়নে কাজ করে যাবেন। এলাকার সাধারণ মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। ৫ আগষ্টের পর যেসকল নিরীহ মানুষদের বিরুদ্ধে মামলা করা হয়েছে সে সকল হয়রানীমুলক মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।

এসময় গণ অধিকার পরিষদ নড়াইল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ টিপু শেখ, যুব অধিকার পরিষদ জেলা শাখার সভাপতি মোঃ ফয়জুল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ তাহাজ্জত খান, লোহাগড়া শাখার সভাপতি মোঃ সৌরভ হোসেন, ছাত্র অধিকার পরিষদ জেলা শাখার সভাপতি আনিসুজ্জামান সোহাগ সহ গণ অধিকার পরিষদ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে মোটর সাইকেল বহর নিয়ে তিনি নির্বাচনী বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন

আরো দেখুনঃ