বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, মনোনয়ন প্রতিযোগিতা করে দলকে শক্তিশালী করতে হবে। দলে দ্বন্দ্ব নয়, মনোনয়ন প্রতিযোগিতার মাধ্যমে ধানের শীষের প্রচার করে দলকে শক্তিশালী অবস্থানে নিয়ে জয় নিশ্চিত করতে হবে।
মঙ্গলবার দুপুরে সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে অনুষ্ঠিত স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দলের প্রতি আনুগত্য এবং দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাকে পুঁজি করেই তিনি মনোনয়ন প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। সকল মনোনয়ন প্রতিযোগীদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান।
তিনি আরও বলেন, এ আসনে সোনারগাঁ উপজেলা থেকে চারজন বিএনপির সম্ভাব্য প্রার্থী রয়েছেন। সিদ্ধিরগঞ্জ থেকেও দুজন প্রার্থী মনোনয়ন চাইবেন। সকলেই এমপি হওয়ার যোগ্যতা রাখেন। দল যাকে প্রার্থী হিসেবে মনোনীত করবেন তার পক্ষে কাজ করে জয় নিশ্চিত করা হবে।
তিনি বলেন, শিক্ষার মান উন্নয়ন, আধুনিক চিকিৎসা সুবিধা, ফ্যামিলি কার্ডের মাধ্যমে জরুরি স্বাস্থ্যসেবা, নদী, খাল বিল রক্ষা এবং বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ করবেন বলে তিনি অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।