আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচনে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসাবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ব্যবসায়ী ও বিশিষ্ট সমাজ সেবক আব্দুল্লাহ আল মামুন ।
বৃহস্পতিবার(২৫ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাচন ও রিটানিং কর্মকর্তা ইউসুফ - উর রহমান কাছে মেম্বার প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম জমা দেন তিনি। এ সময় তার সহযোগীরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম জমা শেষে আব্দুল্লাহ আল মামুন বলেন, আমি দীর্ঘদিন থেকেই আমার ওয়ার্ডবাসীর সুখে-দুখে পাশে আছি। মহামারী করোনার সময় বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের গরীব অসহায় মানুষদের খাদ্য সহায়তা দেওয়াসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিয়ে সহযোগিতা করেছি। আমি শতভাগ আশাবাদী এলাকার জনগণ আমাকে বিপুল ভোটে জয়ী করবে।
আয়েশা আক্তার/অননিউজ24