কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসারে বনফুল এন্ড কোং-এর শাখা উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩০ আগস্ট) বিকেলে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বিপুলাসার বাজারে আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে এ শাখা উদ্বোধন করেন বনফুল এন্ড কোং-এর এজিএম শেখ ফরিদ।
বনফুল এন্ড কোং বিপুলাসার বাজার শাখার পরিচালক আনোয়ার হোসেন সওদাগরের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বনফুল এন্ড কোং-এর এরিয়া ম্যানেজার মামুনুর রশিদ, বিপুলাসার ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপাল একে এম মহিউদ্দিন, ভাইস প্রিন্সিপাল মাওলানা এনায়েত উল্লাহ, বিপুলাসার বাজার কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ নুরুল হুদা, বিপুলাসার বাজার শাখার স্বত্বাধিকারী সিরাজুল ইসলাম সওদাগর, ইউপি মেম্বার শাজাহান পাটোয়ারী, শাজাহান সাজু, বিপুলাসার বাজার কমিটির সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন, সমাজ সেবক খলিলুর রহমান পাটোয়ারী, মাষ্টার শাহজাহান, রুহুল আমিন কোম্পানী, আবু জাহের প্রমুখ।
উদ্বোধন উপলক্ষে বাদ আসর মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় দেশের সমৃদ্ধি ও দেশবাসীর মঙ্গল কামনায় দোয়া- মোনাজাত করা হয়।
জেনি/অননিউজটুয়েন্টিফোর