‘মুজিববর্ষের সফলতা-দূর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে কুমিল্লার মনোহরগঞ্জে মুজিববর্ষে জাতীয় দূযোর্গ প্রস্তুতি দিবস-২০২২ইং উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার মনোহরগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের যৌথ আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাজিয়া হোসেনের সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওয়াসিমের সঞ্চালনায় আলোচনা সভা ও র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মোঃ আবদুল কাইয়ুম চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম, উপজেলা সাব-রেজিস্ট্রার নুরজাহান রহমান, প্রকৌশলী মোহাম্মদ আল-আমিন সরদার, মৎস কর্মকর্তা মোঃ তৌহিদ হাসান, সমাজসেবা কর্মকর্তা আরিফুল ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল আজিজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী সুলতান মাহমুদ প্রমুখ। সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।