মনোহরগঞ্জ উপজেলার পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় ও কলেজে বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান গতকাল প্রাতিষ্ঠানের মাঠে অনুষ্ঠিত হয়।
পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্ণিং বডির সভাপতি ও সমাজ সেবক মো.শাহ জাহান ভূঁইয়া এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মাস্টার আবদুল কাইয়ুম চৌধুরী।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো.আমিরুল ইসলাম, রুপালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লি: ও শুভ ডেভোলপার্স এর ব্যবস্থাপনা পরিচালক মো.আবদুস সালাম,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবদুল বাতেন বিএসসি,মনোহরগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও উত্তর হাওলা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ এস এম শেখ কামাল,উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক ও হাসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কামাল হোসেন,বাইশগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন,পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্ণিং বডির সদস্য প্রফেসর আবদুল হালিম, আবুল বাশার, বিশিষ্ট সমাজ সেবক নুরে আলম ভূঁইয়া,বিশিষ্ট সমাজ সেবক শাহাদাত হোসেন ভূঁইয়া,পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো.শহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান যৌথ ভাবে পরিচালনা করেন কলেজ শাখার প্রভাষক আবু মুসা ও সহকারী প্রধান শিক্ষক আশরাফুল আলম মানিক।
এফআর/অননিউজ