মনোহরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপী উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্থানীয় সরকারমন্ত্রীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের পর ধারাবাহিক ভাবে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মনোহরগঞ্জ থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪, মনোহরগঞ্জ সরকারি কলেজ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সরকারি দপ্তর ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধুর জীবনি শীর্ষক আলোচনা সভা, মিলাদ-মাহফিল ও দোয়া মুনাজাত শেষে রচনা ও চিত্রাংকন সহ বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফেরদৌস আলম মজুমদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার আব্দুল কাইয়ুম চৌধুরী, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, আফরোজা কুসুম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এনামুল হাসান, উপজেলা প্রকৌশলী আব্দুর রহমান মহিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওয়াসিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিন, উপজেলা সাব রেজিস্ট্রার নুরজাহান রহমান, নোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিউল আলম, পুলিশ পরিদর্শক (তদন্ত) তপন কুমার বাকচী, নাথেরপেটুয়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ জাফর ইকবাল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আজিজ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, উপজেলা যুবলীগের আহবায়ক দেওয়ান জসিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সেলিম কাদের চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় সকল শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।