সারাদেশের মানুষ যখন শীতে যবুথবু তখনই প্রতি বছরের ন্যায় বুধবার শীতবস্ত্র (কম্বল) নিয়ে অসহায় শীতার্ত মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে কুমিল্লার মনোহরগঞ্জ প্রেসকাব নেতৃবৃন্দ। মনোহরগঞ্জ বাজারে উপজেলা ডাকবাংলোর সামনে এ শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করা হয়।
মনোহরগঞ্জ প্রেসকাবের আহ্বায়ক ও সাবেক সভাপতি মোঃ হুমায়ুন কবির মানিকের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ তাজুল ইসলাম চৌধুরী,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক সেলিম কাদের চৌধুরী,কুমিল্লা জেলা সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি মোঃ আবদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ প্রেসকাবের সাবেক সাধারণ সম্পাদক অহিদুর রহমান, মনোহরগঞ্জ প্রেসকাবের যুগ্ম আহ্বায়ক আবদুল বাকী মিলন,বেলাল হোসেন,আবুল কালাম আজাদ,মনোহরগঞ্জ উপজেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, মনোহরগঞ্জ প্রেসকাবের সদস্য আলমগীর হোসেন, মাওলানা মাহবুব,মনোহরগঞ্জ উপজেলা সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আমানত উল্লাহ লিঙ্কন, দপ্তর সম্পাদক কুদরত উল্লাহ, সাংবাদিক সাইফুল ইসলাম শিমুল, আবুল কালাম, আবদুল কাইয়ুম প্রমুখ।
পরে উপজেলার বিভিন্ন স্থানে মনোহরগঞ্জ প্রেসকাব নেতৃবৃন্দের উপস্থিতিতে অর্ধশতাধিক শীতার্ত মানুষের হাতে তুলে দেওয়া হয় শীতবস্ত্র (কম্বল)। মনোহরগঞ্জ প্রেসকাবের দেওয়া কম্বল হাতে পেয়ে অসহায় মানুষের চোখে-মুখে হাসি ফুটে উঠার দৃশ্য পরিলক্ষিত হয়। এসময় সমাজের বিত্তবানদের এসব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান প্রেসকাব নেতৃবৃন্দ
এফআর/অননিউজ