কুমিল্লা মহানগরী মনোহরপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক সালেহা আক্তার এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান গতকাল কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার।
অনুষ্ঠানের বিশেষ অতিথি বক্তব্য রাখেন কুমিল্লা ডায়াবেটিক সমিতির সভাপতি নারীনেত্রী মেহেরুন্নেছা বাহার, সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, প্যানেল মেয়র হাবিবুল আল আমিন সাদী, সভাপতি বক্তব্য রাখেন আদর্শ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আবুল বাশার।