গত রোববার (২৫ মে) ছিল আন্তর্জাতিক শিশু নিখোঁজ দিবস। দিবসটি উপলক্ষে উপদেষ্টার পক্ষ থেকে ছবি পরিবর্তনের এ উদ্যোগ নেওয়া হয়। তবে আজ (সোমবার) বিকেল পাঁচটার দিকে আবার উপদেষ্টার ছবি ওয়েবসাইটে দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টার একান্ত সচিব তারেক মোহাম্মদ জাকারিয়া বলেন, আন্তর্জাতিক শিশু নিখোঁজ দিবস উপলক্ষে সচেতনতামূলক প্রচারের অংশ হিসেবে এক দিনের জন্য শিশুটির ছবি দেওয়া হয়। ওয়েবসাইট হ্যাকড হয়নি। মন্ত্রণালয়ের আইটি বিভাগ থেকে ছবিটা কী উদ্দেশ্যে দেওয়া হয়েছে, তা উল্লেখ করে ক্যাপশন দেওয়ার কথা ছিল। সেটা না করায় কিছু ভুল–বোঝাবুঝির সৃষ্টি হয় বলেও জানান তিনি।
সূত্র:বিডি২৪লাইভ
আ/অননিউজ২৪