ময়মনসিংহয়ে ১০৮ বোতল ফেনসিডিলসহ আটক ৩

আনলাইন ডেস্ক।।

ময়মনসিংহয়ের মুক্তাগাছা থানার নতুন বাজার গরুরহাট এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের ৩ জন সদস্যকে ১০৮ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হল, মোছা. পাপিয়া বেগম(৩০), তারবাড়ী পাঁচবিবি থানা, পিতা- মো. মোতালেব, জেলা-জয়পুরহাট, মো. বাবলু মিয়া(৪৮), ভুরুঙ্গামারী থানা মৃত আবুল কাশেম, এর ছেলে, মো. আতিকুল ইসলাম(৩২), পিতা- মৃত বাদশা মিয়া, বেলদহ, কুড়িগ্রাম।

আসামিদের বিরুদ্ধে সহকারী পরিচালক কাওসারুল হাসান রনি বাদী হয়ে মুক্তাগাছা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

সূত্রঃ বিডি24লাইভ
একে/অননিউজ24

আরো দেখুনঃ