আগামী ১১ মার্চ ময়মনসিংহের সার্কিট হাউজ ময়দানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভাগীয় সমাবেশে বক্তব্য দেবেন। এই সমাবেশে প্রধানমন্ত্রীর কাছে ময়মনসিংহবাসীর নানা উন্নয়ন ও প্রত্যাশার প্রতিফলন চেয়ে ২৩ দফা দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন নামে একটি সংগঠন। মঙ্গলবার দুপুরে শহরের জুবলী ঘাট কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ঢাকা-ময়মনসিংহ ডুয়েলগেজ ডাবল রেললাইন স্থাপন, নতুন আন্ত:নগর ট্রেন চালু, তিন হাজার শয্যার হাসপাতাল নির্মান, বিশ্ববিদ্যালয় স্থাপন, বিভাগীয় শহরের কাজ শুরু সহ ২৩ দফা দাবী তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের যুগ্ম সম্পাদক শিব্বির আহমেদ লিটন।
এসময় সংগঠনের নেতৃবৃন্দ জানান, নাগরিক আন্দোলনের ২৩ দফা বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের মাধ্যমে সম্মিলিত স্মারকলিপির প্রধানমন্ত্রী বরাবর প্রেরন করা হয়েছে। প্রধানমন্ত্রীর আগমনে ময়মনসিংহবাসী উচ্ছাসিত। আমরা আশা করছি, ময়মনসিংহবাসীর উন্নয়ন ও প্রত্যাশার এই দাবিগুলোর তার বক্তব্যে ঠাঁয় পাবে।
এ সময় সংগঠনের সাধারন সম্পাদক নূরুল আমিন কালাম, কাজী আজাদ জাহান শামীম, শংকর সাহাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।