ময়মনসিংহে অস্ত্রসহ খুন ও ডাকাতি মামলার দশ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী হাবিবুর রহমান হবিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার বিকেলে গফরগাঁওয়ের পাগলা থানা এলাকায় খুরশীদ মহল ব্রীজে টোল বক্সের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি রিভলভার, একটি একনলা বন্ধুক, চার রাউন্ড গুলি ও পাঁচটি কার্তুজ উদ্ধার করা হয়।
সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা।
পুলিশ সুপার জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্রে করে দত্তের বাজার ইউনিয়ন বিএনপি নেতা জাহাঙ্গীর মেম্বার, স্বেচ্ছাসেবক দল নেতা ফরিদ, আলাল সান ও সোহেলের সাথে একই ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন ও তার ছেলে লিটনের বিরোধ চলছিল। এই বিরোধের জেরে বিএনপি নেতা জাহাঙ্গীর মেম্বার, স্বেচ্ছাসেবক দল নেতা ফরিদ, আলাল সান ও সোহেল দত্তের বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিনের ছেলে লিটন মিয়াকে হত্যার জন্য ভাড়াটে কিলার হাবিবুর রহমান হবিকে দুই লাখ টাকা চুক্তিতে ভাড়া করে। চুক্তি মতে গত ১০ জানুয়ারি লিটন মিয়াকে রাতের আধারে একনলা বন্দুক দিয়ে গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় লিটন মিয়ার বাবা জাহাঙ্গীর মেম্বার পাগলা থানায় মামলা করেন। এছাড়াও হবির বিরুদ্ধে অস্ত্র মামলাসহ আরো তিনটি মামলা রয়েছে। সে দীর্ঘদিন যাবত আত্মগোপনে ছিল বলেও জানায় পুলিশ সুপার।