ময়মনসিংহ প্রতিনিধি।।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ময়মনসিংহে আওয়ামীলীগ শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করেছে। ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের উদ্যোগে নগরীর টাউনহল চত্বর থেকে বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মীর শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেলওয়ে কৃষ্ণচ‚ড়া চত্বরে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রাপুর্ব সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা সভাপতি এহতেশামুল আলম, সহ-সভাপতি আমিনুল হক শামীম ও সাধারন সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলসহ অন্যান্য নেতৃবৃন্দ। উন্নয়ন শোভাযাত্রায় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহন করেন।
এফআর/অননিউজ