ময়মনসিংহে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১২ জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে নগরীর চরকালিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, দগ্ধদের মধ্যে ছয় শিশু ছাড়াও দুই নারী ও তিন পুরুষ রয়েছেন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- চরকালিবাড়ি এলাকার তারিকুল ইসলাম (৩৫), সোহেল (৫০), ইসমাইল (২৫), সালমা (২৫), কোহিনুর (৪০), ইয়াসিন (৫), সুলেমান (৫), রাহিম (৪), তানজিনা (৪), মিম (৫) ও মানিক (৯)। দগ্ধ অপরজনের নাম জানা যায়নি।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের সহকারী পরিচালক মাইন উদ্দিন আহমেদ গণমাধ্যমে জানান, দুর্ঘটনার পর দগ্ধদের হাসপাতালে নেয়া হয়েছে। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, একটি দোকানে সিলিন্ডার থেকে গ্যাস দিয়ে বেলুন ফোলানোর সময় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় দোকান ও আশপাশে থাকা শিশু-নারীসহ মোট ১২ জন দগ্ধ হয়।
আরএইচ/অননিউজ
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com